কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মামুন নামে এক অস্ত্রধারী মাদক কারবারি নিহত হয়েছে। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালীর আবু ছিদ্দিকের পুত্র। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। রবিবার (১৪ নভেম্বর) ভোর রাতে জীম্বংখালী মায়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।
রোববার দুপুর বারোটার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন এসব তথ্য নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, ভোর রাতে উপজেলার জীম্বংখালী সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে বিজিবির একটি দল ওই এলাকায় নাফ নদীর তীরে অবস্থান নেয়। এসময় তিন ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে টহল দলের উপর গুলি বর্ষণ করতে থাকে। এসময় বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে দুই ইয়াবা কারবারী নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে নাফ নদী থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন বলেন, বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে আহত দুই বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |