টেকনাফে অভিনব কায়েদায় পেটের ভিতর করে ইয়াবা পাচারের সময় জুয়েল মিয়া (২১) নামে এক সিএনজি যাত্রীকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত পাচারকারী উপজেলার হোয়াইক্যং ইউপির রহিঙ্গাকাটার আব্দু শুক্কুরের ছেলে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বাহারছড়া ঢালা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আজ শনিবার বাহারছড়া ঢালাস্থ চেকপোস্টে নিয়মিত ডিউটিকালীন একটি যাত্রীবাহি সিএনজিকে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় সিএনজির সামনের সিটে বসা এক যাত্রীর কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রক্ষিত থাকার বিষয়টি স্বীকার করে। এরপর বাহারছড়া তদন্ত কেন্দ্রে নিয়ে গিয়ে পায়ুপথ থেকে কালো টেপে মোড়ানো পোটলা বের করা হয় এবং ওই পাচারকারী নিজ হাতে পোটলা থেকে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, গ্রেফতারকৃত পাচারকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য ওই ইয়াবা ট্যাবলেটগুলো অভিনব কায়েদায় পেটের ভিতর করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |