সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

টেকনাফে পরিত্যক্ত ডোবা থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আনোয়ার হোসেন, বাহারছড়া
আপডেট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি ডোবার পানি থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

পুলিশ জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী পূর্ব পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। তাঁদের একজন হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা ফেলে ডোবায় নেমে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ইট আকৃতির পাঁচটি কার্ট উদ্ধার করা হয়। প্রতিটি কার্টের ভেতরে বিশেষভাবে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট। এসবের মোট ওজন প্রায় ৪ কেজি ৮০০ গ্রাম। স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোয়াইক্যং এলাকার রোহিঙ্গা বাসিন্দা শামসুদ্দিন (৩৫) এবং অজ্ঞাত আরও কয়েকজন পাচারকারী এ চালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় এসআই (নি.) মো. ইছমাইল হোসেন বাদী হয়ে শামসুদ্দিনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন,
“পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবার বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫