টেকনাফে স্কুলশিক্ষক, মসজিদের ইমাম ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে
‘নিরাপদ মাতৃত্ব’ বিষয়ক এ্যাডভোকেসি মিটিং এর আয়োজন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড)। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ওই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় রূদ্র। এসময় তিনি বলেন, গর্ভবতী মায়ের কমপক্ষে ৪ বার চেকআপ করানো প্রয়োজন। অন্যথায়, মা ও সন্তান এর ঝুঁকি রয়ে যায়। পাশাপাশি তিনি টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পণা বিভাগ ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে বিনামূল্যে উন্নত সেবাগ্রহণ করতে গর্ভবতী মায়েদের অনুরোধ জানান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন শেড এর কমিউনিটি এনগেজমেন্ট অফিসার কফিল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (গাইনি বিশেষজ্ঞ) ডা. ইসরাত আমিন, শেড এর প্রোগ্রাম ম্যানেজার মিনহাজ উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেড এর স্টাফ মো. রুবেল এবং সোহানুর রহমান আসিফ।
এসময় নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবারই হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের মূলমন্ত্র উল্লেখ করে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আর এ পদক্ষেপসমূহের লক্ষ্যমাত্রা অর্জনে স্কুল শিক্ষক, মসজিদের ইমাম সহ এলাকার সচেতন ব্যক্তিবর্গের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এছাড়া অ্যাডভোকেসি সভায় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে ‘নিরাপদ মাতৃত্ব’ বিষয়ক বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |