টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গোলাসহ এক কুখ্যাত দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
আটক নুরুল বশর (৫০) উপজেলার হ্নীলা ইউপির রঙ্গিখালী এলাকার দিলদার আহমদের ছেলে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গোলাসহ এক কুখ্যাত দুষ্কৃতকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |