কক্সবাজারের টেকনাফে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। তাদের দাবি, আটক ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী।
রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে টেকনাফের রাজারছড়া সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও পুলিশ। অভিযানে তল্লাশি চালিয়ে ১ টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৯ টি দেশিয় অস্ত্র ও ১ হাজার ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |