মাদক কারবারি, দুনীর্তিবাজদের যেকোন নির্বাচনে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম।
রবিবার দুপুরে দেশের সর্বদক্ষিণের স্থল সীমান্ত টেকনাফের শাহপরীর দ্বীপে এমন আহবান করেন তিনি।
বেলা সাড়ে ১২টার দিকে শাহপরীর দ্বীপস্থ জেটিঘাট এলাকায় গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে কয়েকজনের সাথে কথা বলেন সারজিস আলম। এসময় তাদের কাছে জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে কতটুকুন জানেন, তাঁকে চিনেন কিনা, কীভাবে চিনেন- এসব প্রশ্ন করেন।
পরে দলের নাম জানা এবং তাঁকে চিনতে পারায় আনন্দ প্রকাশ করেন তিনি।
এছাড়া সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান কমেছে কিনা? আওয়ামী লীগের লোকজন যারা মাদক সিন্ডিকেট পরিচালনা করতো, তারা টেকনাফে আছে নাকি পালিয়ে গেছে- এসব তথ্য জানতে চান। সবশেষে তিনি তাদের দলে যোগদানের আহবান জানান।
এদিকে সারজিস আলমের টেকনাফ আসার খবর পেয়ে স্থানীয় কয়েকজন ছাত্রপ্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে- মোরশেদ আলম, সায়েম সিকদার, জুবাইর আজিজ, বাহা উদ্দীন, আবছার হোসাইন, মাহমুদুল হাসান বাবুলসহ প্রমুখ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |