টেকনাফে মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এসময় মানব পাচারের শিকার দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম মো. আলী (২১) চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের মৃত ওসমানের পুত্র এবং আয়েশা সিদ্দিকা (২০) একই ক্যাম্পের আবুল কাশেমের কন্যা। ২৯ জুলাই (শুক্রবার) ভোর সাড়ে চারটায় টেকনাফ সদরের বড়ইতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ২১নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের কিছুসংখ্যক রোহিঙ্গাকে আটকে রাখে মানবপাচার চক্রের সদস্যরা। এমন খবরে টেকনাফ সদরের বড়ইতলী এলাকায় অভিযানে যায় এপিবিএন সদস্যরা। সেখানে জনৈক আকতার হোসেনের বসতঘরে আটকে রাখা দুই রোহিঙ্গাকে উদ্ধার করার পাশাপাশি মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করে আর্মড পুলিশ সদস্যরা। আটক পাচারকারীরা হলো- ২১নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সবু ইসলামের পুত্র মো. দেলোয়ার হোসেন (২২), মৃত নুর হোসেনের পুত্র আকতার হোসেন (৩৫), শহিদুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন (৩২)।
এই ধরণের আরো সংবাদ পড়ুন...