সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপে দাম্পত্য কলহের জের ধরে তিন সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যা করেছে এক পাষণ্ড পিতা। এতে পিতা সহ বড় মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মূমুর্ষূ অবস্থায় যথাক্রমে সাত ও পাঁচ বছর বয়সী বাকি দুই সন্তানকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে ঘটনার পর থেকে চতুর্থ সন্তানকে নিয়ে মা পলাতক রয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, প্রায় এক যুগ পূর্বে মায়ানমারের নাগরিক আনোয়ারের সাথে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার ইমান শরীফ প্রকাশ হান পুইজ্জা মাঝি এর কন্যা রেহেনা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে চার ছেলে-মেয়ে রয়েছে। তবে আর্থিক অভাব অনটনের কারণে বেশ কিছুদিন আগে থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। সেই সূত্র ধরে শনিবার বিকেলে উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী-সন্তান ছেড়ে অন্যত্র চলে যান স্ত্রী। তাই একপ্রকার অভিমান করে মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে নিজে সহ তিন সন্তানকে বিষপান করান পাষণ্ড পিতা আনোয়ার। এতে পিতা ও কন্যা রাহেনী (৯) দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাকি দু’জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন।
অন্যদিকে স্থানীয় আরেকটি মহল দাবি করেন, দাম্পত্য কলহের জের ধরে স্বামী সহ তিন সন্তানকে বিষ করিয়ে পালিয়েছে স্ত্রী রেহেনা বেগম।
টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। বিষপানে মৃত্যুর বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |