টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী শিবিরে তিনশত টাকার জন্য নাতির ছুরিকাঘাতে নানা খুন হয়েছে। নিহত আলী জোহার (৬২) ২৪নং রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকের মৃত আবুল হাশেমের পুত্র। অন্যদিকে, ঘাতক মো: ইউসুফ একই শিবিরের ডি-ব্লকের আব্বাস আলীর পুত্র। ঘাতক ইউসুফ সম্পর্কে নিহত আলী জোহারের নাতি।
বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) রাত আট টার দিকে ২৪নং রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, আলী জোহার ও মো: ইউসুফ উভয়ই একসাথে রাজমিস্ত্রীর কাজ করতেন। গতকাল রাতে তিনশত টাকার জন্য দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোঃ ইউছুপ আলী জোহারকে ছুরিকাঘাত করে। এসময় শোরগোল ও চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে মাটিতে লুটিয়ে পড়া রক্তাক্ত আলী জোহারকে উদ্ধার করে লেদা আইওএম স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |