টেকনাফে গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী।
রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন পাহাড়ে একটি ডাকাতের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। ওই সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গহিনে পালিয়ে যায়। পরবর্তীতে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল (এলজি) ও ২০ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গোলা জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গোলা টেকনাফ মডেল থানায় জমা রাখা হয়েছে।
এদিকে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |