টেকনাফে জামায়াতে ইসলামীর হ্নীলা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন যথাযথভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার হ্নীলা ইউপির আল-ফালাহ একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতের হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা ইব্রাহীম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নব-নির্বাচিত সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার সভাপতি সারওয়ার কামাল সিকদার, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নরুল হোছাইন ছিদ্দিকী, সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিল, টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ তারেক, সেক্রেটারি মোস্তফা জামান মানিক প্রমূখ।
এসময় প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামীলীগ সরকারের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আওয়ামী প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন। ১৫ বছরের শাসনামলে জনপ্রিয় স্কলার থেকে শুরু করে দেশের জনপ্রিয় মানুষ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফ্যাসিবাদী কাঁয়দায় বৈষম্যমূলক বিচারের সম্মূখীন করে একের পর এক ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত একটি কুরআনপ্রেমী দলকে এদেশের মানুষের হৃদয় থেকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জুলুম নির্যাতনের মাধ্যমে জেল-জুলুম থেকে শুরু করে আয়নাঘরে বছরের পর বছর বন্দি রাখা মজলুমের চোখের পানি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফিরে পেয়েছে একটি নতুন দিগন্ত।
তিনি আরও বলেন, দেশ কুরআনের পথে এগিয়ে যাচ্ছে। তাই এদেশের ইসলামী আন্দোলনের একমাত্র কান্ডারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদেরকে মেধা ও নৈতিকতার উদাহরণ সৃষ্টি করার মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে।
এ সময় বিশেষ অতিথি কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, যুগে যুগে ইসলামের শত্রুরা ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারা পারেনি, বরং তারা ব্যর্থ হয়েছিল। একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও বিভিন্নভাবে ইসলামের শত্রুরা নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়ে তারাই এদেশের মানুষের অন্তর থেকে দূরে সরে গেছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এ বিজয় সুনিশ্চিত করতে হবে অন্যথায় আগামীতে আরও কঠিন মাশুল দিতে হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |