বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

টেকনাফে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ইকোফিশের র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

সাইফুদ্দিন মামুন
আপডেট রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

টেকনাফে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উপলক্ষে ইকোফিশের র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১১ মার্চ থেকে ১৭ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্প গবেষকবৃন্দ টেকনাফ উপজেলার শামলাপুর মৎস্য অবতরণ কেন্দ্রে র‍্যালি ও সচেতনতা সভার আয়োজন করে।

উক্ত র‍্যালি এবং আলোচনা সভায় শামলাপুর মৎস্য অবতরণ কেন্দ্রভিত্তিক মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ক্ষুদ্র-মৎস্যজীবী, মাছ ব্যবসায়ী, আড়তদার, বোট মালিক, মাঝি, সুনীল-প্রহরী, সিটিজেন সাইন্টিস্ট, শুটকি ব্যবসায়ী সহ বিভিন্ন অংশীজন, ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শহীদুল আলম (মৎস্য অধিদপ্তর), শামলাপুর মৎস্য অবতরনকেন্দ্র ভিত্তিক সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহেদ আলম এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, জাটকা সংরক্ষণ করার মাধ্যমে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে সবাই লাভবান হবে। এছাড়া তিনি জাটকা আইন, ৬৫ দিন ও ২২ দিনের বন্ধের বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রকল্পের গবেষণা সহযোগী শহীদ নসরুল্লাহ আল মামুন সুনীল অর্থনীতি তরান্বিতকরণে সকলের অংশগ্রহণের মাধ্যমে জাটকা ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫