কক্সবাজারের টেকনাফে জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সাধারণ মানুষের করণীয় শীর্ষক উপজেলা পর্যায়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তন কার্যালয়ে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএনওমেইন এর সহযোগিতায় এই আলোচনা সভার সূচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সেইফগাইডিং ফোকাল অফিসার সানজিদা জাহান আখিঁ, সভাপতিত্ব করেন, জাগো নারী উন্নয়ন সংস্থাটির কনসালটেন্ট আশীষ বণিক, তিনি উক্ত প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্রান্ত বিষয়ে একটি স্বাগত বক্তব্য রাখেন।
এসময় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সহ জাগো নারী উন্নয়ন সংস্থার
প্রোগ্রাম অফিসার কামরুল ইসলাম নাজিম ও এডমিন এন্ড লজিস্টিক অফিসার ফোরকান উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি অফিসার মোহাম্মদ শাহজাহান, এনজিও প্রতিনিধি রুকনুজ্জামান, দক্ষিণ শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, নারী উন্নয়ন ফোরামের নারী নেত্রী কুলসুমা বেগম, উম্মে কুলসুম, সাংবাদিক ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজ সহ অন্যান্য।
এদিকে আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে খরা, অনাবৃষ্টি, নদীভাঙন, কৃষিতে ক্ষয়ক্ষতি, পানির সংকট, এবং নানা প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়ে চলেছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণ খুবই জরুরি। নারীদের সম্পৃক্ততা ছাড়া টেকসই পরিবেশ গড়া সম্ভব নয়।
তাঁরা আরও বলেন, সভায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় স্তরে কীভাবে উদ্যোগ গ্রহণ করা যায়, কীভাবে নারীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়েও সুস্পষ্ট কর্মপরিকল্পনার প্রস্তাব গ্রহণ করা হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |