টেকনাফের বাহারছড়ায় ইউপি সদস্য নির্বাচিত হয়ে এক মাস না পেরোতেই পুলিশের হাতে আটক হলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ আমান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে জড়িত থাকার দায়ে তাকে আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তর শিলখালীস্থ মেরিনড্রাইভ থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে বাহারছড়ার উত্তর শিলখালির ৩নং ওয়ার্ডের মৃত সোলাইমানের পুত্র হেলাল উদ্দিনকে অর্তকিতভাবে হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা তার হাতের একটি আঙুল কেটে নেয়। মাথায় দা দিয়ে কুপানো হয়। পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসীরা। আর এই হামলায় ইউপি সদস্য আমান উল্লাহ প্রত্যক্ষভাবে অংশ নেয় বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিক্টিম হেলাল উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন।
এদিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় মৃত শফিকুল ইসলামের পুত্র, সদ্য নির্বাচিত ইউপি সদস্য আমান উল্লাহকে আটক করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ সহ তাঁর সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, উত্তর শিলখালির এই ঘটনার সাথে জড়িত আতা উল্লাহর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এই আতা উল্লাহ ফেরারি আসামি হিসেবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এইদিকে গত কয়েক বছর আগে স্থানীয় নুর কবির নামের একজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে আটক ইউপি সদস্য আমান উল্লাহর মামা আনোয়ার ও কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। স্থানীয়দের দাবি, আমান উল্লাহর যোগসাজশে এই হত্যাকান্ড সংগঠিত হয়। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড আরো দাপটের সাথে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। শুধু তা নয়, তাদের সাঙ্গপাঙ্গরা অনেকে দেশ বিরোধী মাদক কারবারের সঙ্গে জড়িত। গত কয়েক মাস আগে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয় সন্ত্রাসী আনোয়ারের পুত্র ছৈয়দুল ইসলাম।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |