টেকনাফে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে পাহাড়ী স্বশস্ত্র দুর্বৃত্ত দলের এক সদস্য। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক মোহাম্মদ সাইফুল ওরফে গুটি সাইফুল (৩০) উপজেলার হ্নীলা ইউপির মরিচ্যাঘোনা এলাকার আহমদ হোছন প্রকাশ দোয়াশীর পুত্র। তার বিরুদ্ধে ৪/৫টি ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।
২১ এপ্রিল (রবিবার) ভোররাত ২টার দিকে উপজেলার হ্নীলা ইউপির পানখালীস্থ ‘শিয়াইল্যা মোরা’ এর পাদদেশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার ভোরে হ্নীলা ইউনিয়নের পানখালীর ‘শিয়াইল্যা মোরা’ এর মৃত হায়দর আলীর পুত্র সোনা আলীর বাড়িতে একদল স্বশস্ত্র দুর্বৃত্ত হানা দেয়। এসময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে চারদিক থেকে লোকজন বেরিয়ে এসে সাইফুল নামে এক ডাকাতকে আটক করলেও বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাকে টেকনাফ মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, পাহাড়ী স্বশস্ত্র ডাকাতদের উৎপাতে এলাকার কৃষক থেকে শুরু সাধারণ মানুষ শান্তিতে নেই। জনতার হাতে আটক স্বশস্ত্র ডাকাত সদস্য সাইফুলকে রিমান্ডে এনে তাদের অন্য সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরী।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, জনতার হাতে ডাকাত সাইফুল আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আগের কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |