শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ

টেকনাফে ছাত্রদলের হামলায় ছাত্রলীগ নেতা আহত

টেকনাফ প্রতিনিধি
আপডেট রবিবার, ২৯ মে, ২০২২, ৮:৫২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মেরে আহত করেছে ছাত্রদল। হামলার পর উপজেলা ছাত্রদলের শীর্ষ এক নেতা ফেসবুকে হুমকিমূলক পোস্টও দেন। এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ছাত্রলীগসহ অন্যরা।

হামলায় ইউনিয়ন ছাত্রলীগনেতা আতাউর রহমান ওয়াসিম, সায়েমসহ আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওয়াসিম উপজেলা হোয়াইক্যং ইউপির উত্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ‘রবিবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা হোয়াইক্যং স্টেশনে বিক্ষোভ মিছিল করে। মিছিলের কিছুক্ষণ পরে ফিরে এসে হঠাৎ হোয়াইক্যং স্টেশনে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই ইউনিয়নের উত্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিমসহ ছাত্রলীগের কয়েকজন নেতকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়া হয়’।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি জানান, হঠাৎ ছাত্রদলের সন্ত্রাসীরা চোরাগোপ্তা হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর। এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে হামলার প্রতিবাদে হোয়াইক্যং স্টেশনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন সিকদার বলেন, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, আমরা কঠোর কর্মমসূচি দিতে বাধ্য হব। সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, আমাদের এলাকায় যারা রাজনীতির নামে প্রতিহিংসামূলক অপরাজনীতি করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

কৃষকলীগ সভাপতি খুরশেদ আলম জানান, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ঘটনার পর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘…..বাচ্চারা কেউ রেহাই পাবি না, খেলা মাত্র শুরু করলাম’। এ বিষয়ে জানতে আনোয়ার হোসেন পাশাকে ফোন করলে তিনি বলেন, আমি পার্টি করিনা এবং হামলার বিষয়েও কিছু জানিনা!

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, অভিযোগ দেয়নি কেউ। তবে শোনামাত্র ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫