শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

টেকনাফে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১১:১৫ অপরাহ্ন

টেকনাফের হ্নীলায় আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর নবী নামে এক যুবক খুন হয়েছে। নিহত আব্দুর নবী হ্নীলার লেচুয়াপ্রাং এর সৈয়দ হোসেন প্রকাশ গুরা মিয়ার পুত্র।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় এই ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে আব্দুর নবী ব্যাডমিন্টন খেলছিল। জমি বিরোধের ইস্যুকে কেন্দ্র করে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার নুরুল হোসেন এর পুত্র আবছার উদ্দিন, পেটান আলীর পুত্র আব্দুল হক, আবুল হোসেন এর পুত্র জালাল উদ্দীন, নুরুল হোসেন এর স্ত্রী রহিমা খাতুন, আবুল হোসেন এর স্ত্রী ছায়রা খাতুন, আবুল হোসেন এর পুত্র নাছির উদ্দীন সহ একটি সঙ্গবদ্ধ চক্র আব্দুর নবীকে অতর্কিতভাবে হামলা করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় আব্দুর নবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে আলীখালী আইএমও হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। অবশেষে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়।

নিহতের পিতা সৈয়দ হোসেন জানান, আমার ছেলে এলাকায় মাদক বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে মাদক কারবারিরা। হত্যাকারীরা এলাকার চিহ্নিত ইয়াবা গডফাদার। হত্যার অন্যতম হোতা জালাল উদ্দিন ইয়াবা সহ আটক হয়ে কারাভোগ করার পর সম্প্রতি জামিনে বের হয়েছে।

নিহতের ভাই আবু ছিদ্দিক জানান, আমার ভাইকে হত্যার মূল হোতা আবছার উদ্দিন সম্পর্কে আমাদের চাচাতো ভাই। মাদক ব্যবসা করে অবৈধ অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। বেশ কিছুদিন যাবত অবৈধ অর্থের প্রভাব খাটিয়ে আমাদের পৈতৃক ভিটেমাটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। তাতে সুবিধা করতে না পারায় মঙ্গলবার রাতে আবছার উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র মাদক কারবারি আমার ভাইকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫