টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে নগদ টাকা ও স্বর্ণ সহ একটি মোটর সাইকেল লুট করেছে একদল দুর্বৃত্ত। এতে সিএনজি চালক, একটি প্রবাসী পরিবার সহ বেশ কয়েকজন এনজিওকর্মী গুরুতর আহত হয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত আট টার দিকে হোয়াইক্যং-শামলাপুর সড়কে চলন্ত গাড়ি থামিয়ে যাত্রীদের কাছে থাকা সর্বস্ব লুট করেছে এসব দুর্বৃত্ত।
জানা যায়, অতীতে হোয়াইক্যং-শাপলাপুর সড়কে পুলিশের নিয়মিত টহল ছিল। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি টিম সকাল থেকে বিকাল পর্যন্ত এবং বিকাল থেকে রাত পর্যন্ত বাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পালাবদল করে দায়িত্ব পালন করত। বর্তমানে এই টহল নিয়মিত না থাকায় এই সড়কে প্রতিনিয়ত অপহরণ, ডাকাতি, ছিনতাই এর পাশাপাশি মাদক চোরাচালানের নিরাপদ সড়কে রূপ নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, রোহিঙ্গা শিবিরের কতিপয় সন্ত্রাসী ও স্থানীয় কিছু দুষ্কৃতিকারীর যোগসাজশে পথচারী ও যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটের পাশাপাশি অপহরণের ঘটনাও ঘটছে। শুধু তাই নয়, অপহরণের পর দাবিকৃত মুক্তিপণ না পেলে নিরীহ মানুষদের হত্যা করে।
হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে হোয়াইক্যং ও বাহারছড়া দুই ইউনিয়নের মানুষের যাতায়াত রয়েছে। তবে সম্প্রতি এই সড়ক চলাচলকারীদের জন্য অনিরাপদ হয়ে ওঠেছে। কারণ কিছু উগ্রবাদী রোহিঙ্গা সন্ত্রাসী এসব অর্পকমে জড়িত বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়। উক্ত সড়কে পুলিশের টহল জোরদার করা প্রয়োজন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |