টেকনাফে ওয়ার্ড যুবদলের সভাপতি কর্তৃক গৃহবধূকে মারধর করে জোরপূর্বক ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত জয়নাল আবেদীন ওরফে জয়নাল হাজারী উপজেলার হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার সাংগঠনিক ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় মকবুল আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভূক্তভোগী গৃহবধূর ঘরে এই ঘটনা ঘটে বলে জানান গৃহবধূ।
ভুক্তভোগী গৃহবধূ শিরীন (৩৭) [ছদ্মনাম] বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়িতে ঢুকে জোরপূর্বক গৃহবধূর চুল ধরে টেনে মাটিতে লুটিয়ে ফেলে ধর্ষণের চেষ্টা করে। এরপর ধর্ষণে ব্যর্থ হয়ে টাকার প্রলোভন দেখায়। এতেও রাজি না হলে বাড়ি ছাড়া করার হুমকি দিয়েও ধর্ষণ করতে না পেরে ভুক্তভোগী মহিলাকে শ্লীলতাহানিসহ ব্যাপক মারধর করেছে বলে জানান।
তিনি আরও জানান, অভিযুক্ত জয়নালের মারধরের কারণে চিৎকার করলে বিষয়টি কাউকে জানালে এলাকায় বসবাস করতে দিবে না বলে হুমকি দিয়ে দ্রুত চলে যায় অভিযুক্ত জয়নাল।
এদিকে ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের কতিপয় নেতার মধ্যস্থতায় ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির বিষয়টি চুপিসারে মিটমাটের প্রচেষ্টার অভিযোগ ওঠেছে।
এবিষয়ে অভিযুক্ত ওয়ার্ড যুবদল নেতা জয়নাল আবেদীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে বিষয়টি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন। আবার অন্যদিকে স্থানীয়ভাবে সমাধান করবে বলেও জানান!
এই বিষয়ে জানতে টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ুমের মোবাইল নাম্বারে কল দিলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী জানান, বিষয়টি আমি এখনো শুনিনি। তবে তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |