টেকনাফে বসতবাড়ি থেকে বিরল প্রজাতির একটি কালো গুইসাপ উদ্ধার করা হয়েছে। গুইসাপটির দৈর্ঘ্য ৪ ফুট এবং ওজন প্রায় ৮ কেজি।
২৪ এপ্রিল (বুধবার) ভোর রাতে উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকার মো. রফিক এর বাড়ি থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, হাঁস-মোরগ খাওয়ার জন্য পার্শ্ববর্তী বন থেকে লোকালয়ে চলে আসে।
বাড়ির মালিক রফিক বলেন, বুধবার ভোর রাতে বাড়ির মুরগির ঘরে মুরগির অস্বাভাবিক আওয়াজ শুনতে পাই। এসময় এগিয়ে এসে মুরগির ঘরে গুইসাপটি দেখতে পাই। পরবর্তীতে দড়ি দিয়ে ফাঁদ পেতে গুইসাপটিকে আটকাতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, গুইসাপটি উদ্ধারের পর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি এটি পরিবেশের জন্য উপকারী। তাই পশ্চিমের পাহাড়ি বনে গুইসাপটি অবমুক্ত করে দিয়েছি।
উল্লেখ্য, গুইসাপ পরিবেশবান্ধব সরীসৃপ প্রাণী। জীবিত-মৃত প্রাণীদের পঁচা-বাসি দেহ বা অর্ধগলিত দেহ খেয়ে গুইসাপ পরিবেশ রক্ষায় উপকারী ভূমিকা পালন করে। পাশাপাশি এটি আমাদের চারপাশের বিষধর সাপ খেয়ে আমাদের এদের আক্রমণ থেকে রক্ষা করে। আবাসস্থল ধ্বংসসহ লুকানো জায়গা না থাকায় পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এই প্রাণীটি বিলুপ্তির পথে। বর্তমানে গুইসাপের তিনটি প্রজাতি কোনোরকমে টিকে আছে৷ এগুলো হল কালো গুইসাপ, সোনা গুইসাপ ও রামগদি গুইসাপ৷ কালো গুইসাপ লোকালয়ে বসতবাড়ির আশেপাশে বেশি দেখা যায়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |