রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

টেকনাফে অন্তসত্ত্বা স্ত্রীর স্বর্ণালংকার, নগদ টাকা ও টমটম সহ লাপাত্তা লম্পট স্বামী

এস এন কায়সার জুয়েল, টেকনাফ
আপডেট শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৬:০২ অপরাহ্ন

  • সীমান্ত উপজেলা টেকনাফে অন্তসত্ত্বা স্ত্রীকে বাপের বাড়িতে রেখে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্ত্রীর মায়ের দেয়া উপহারের টমটম নিয়ে পালিয়ে গেলো মোহাম্মদ ফারুক নামে লম্পট এক স্বামী। অভিযুক্ত ফারুক উপজেলার হ্নীলা ইউপির পানখালী এলাকার সোনা আলীর পুত্র।

এ ঘটনায় ভুক্তভোগীর মা সফুরা খাতুন বাদী হয়ে মেয়ের জামাই মোহাম্মদ ফারুক, শ্বশুর সোনা আলি ও শাশুড়ি নুর আয়েশাকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ বছর পূর্বে অভিযুক্ত ফারুকের সাথে শিমু (ছদ্মনাম) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন প্ররোচনায় যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিল ফারুক। এরপরও সংসারের কথা মাথায় রেখে স্বামীর অত্যাচার নিরবে সহ্য করে আসছিল শিমু (ছদ্মনাম)। একপর্যায়ে গত ১৩ এপ্রিল সকাল ৭ টার দিকে বেড়াতে যাওয়ার নাম করে স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে যায় অভিযুক্ত স্বামী। বাড়িতে স্ত্রীর অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে স্ত্রীর স্বর্ণালংকার, টাকা ও শাশুড়ির দেয়া ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মিনি টমটম সহ লাপাত্তা হয়ে যায় ফারুক।

এ বিষয়ে মেয়ের মা সফুরা খাতুন বলেন, স্বর্ণ, টাকা ও টমটম সহ মেয়ের জামাই লাপাত্তা হয়ে যাওয়ার পর থেকে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে আমার মেয়ে গর্ভবতী ও শারীরিক ভাবে দূর্বল। তাই বাধ্য হয়ে মেয়ের জীবন বাঁচাতে আইনের আশ্রয় নিয়েছি।

ভুক্তভোগী শিমু (ছদ্মনাম) বলেন, অনাগত সন্তান ও সংসারের কথা চিন্তা করে স্বামীর নির্যাতন নিরবে সহ্য করতাম। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সঠিক ও নায্য বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫