জাতীয়পর্যায়ের উন্নয়ন সংস্থা এফআইভিডিবির আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এএইচপি প্রকল্পের আওতায় শিশু সুরক্ষায় সামাজিক সম্প্রীতি, আস্থা ও দায়বদ্ধতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শিশু সুরক্ষায় সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় টেকনাফ পৌরসভাস্থ আলো রিসোর্টে এই কর্মশালার আয়োজন করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। শিশু সুরক্ষা সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রাহমানের সঞ্চালনায় কর্মশালায় মুল বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন প্রকল্প সমন্বয়কারী সালাহ-উদ্দিন-মল্লিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিশু বান্ধব পুলিশ কর্মকর্তা টেকনাফ মডেল থানার এস আই রোকসানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, উপজেলা অতিরিক্ত যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, উপজেলা প্রকল্প পরিচালনা কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা সাংস্কৃতিক কার্যালয়ের সেক্রেটারি তোয়াক্কল হোসেন চৌধুরী, টেকনাফ সাংবাদিক সভাপতি সাংবাদিক নুরুল হোসেন, স্থানীয় বিভিন্ন স্তরের পেশাজীবি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নেতৃস্থানীয় জনপ্রতিনিধিগন।
কর্মশালায় উদ্ভুত বিষয়ের উপর দলীয় কাজ শেষে শিশু সুরক্ষায় তার প্রতিফলন ও বাস্তবায় কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক মন্তব্য ও পরামর্শ উপস্থাপন করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |