টেকনাফে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ- এফআইভিডিবি এর আয়োজনে ও ‘প্লান ইন্টারন্যাশনাল’ এর সহযোগিতায় যুবাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা বিষয়ক এক ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর ‘লাইভলি হুড’ বিশেষজ্ঞ মোঃ দুলাল মিয়ার সঞ্চালনায় গৃহীত প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন কর্মসূচি সমন্বয়ক মোহাম্মদ সালাহ উদ্দিন মল্লিক ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। কর্মশালার উপজীব্য বিষয় ছিল- স্থানীয় কর্মোদ্দোমী, আত্মপ্রত্যয়ী ও অস্বচ্ছল যুবাদের আর্থিকভাবে স্বচ্ছলতার আনয়নে সহযোগিতার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালন করা।
এইদিকে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভব সিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শওকত আলী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমান।
এছাড়া উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মোঃ আশেক উল্লাহ ফারুকী, দৈনিক জনকণ্ঠের টেকনাফ প্রতিনিধি আমিনুল বাঁধন, টেকনাফ সদর ইউপি সদস্য শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও ‘অ্যাকাডেমি অব ইন্টারন্যাশনাল টেকনোলজি’ প্রতিনিধি নাজমুল করিম ফারুক, বেনিফিশিয়ারি আনজুমা বেগম সহ প্রমুখ। উপস্থিত ছিলেন- বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ইউপি সদস্য, বিভিন্ন পেশাজীবী সহ উপকারভোগীরা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |