রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

টেকনাফে এফআইভিডিবি’র উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও আলোচনা সভা

ইব্রাহিম মাহমুদ, টেকনাফ
আপডেট বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৬:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবি’র উদ্যোগে সরকারি কর্মকর্তা,কর্মচারী,ইমাম,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এফআইভিডিভি’র অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের সভাপতিত্বে ও সালাউদ্দিন মল্লিকের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এফআইভিডিবি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাহবুবর রহমান, বাহারছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক, সিবিসিপির অফিসার আরিফুর রহমান,
শরীফ আহমেদ, সিবিসিপির সদস্য এনামুল হক,
আব্দুল্লাহ, ভূমি সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা তাহের, সদস্য ইউসুফ, মোহাম্মদ ইউনুছসহ প্রমুখ।

মূলত নারী-শিশুকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদেরকে এফআইভিডিবির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার পেয়ে খুশি হয়ে ফারজানা আক্তার নামে এক মেয়ে বলেন, আমরা এফআইভিডিবি’র পক্ষ থেকে যা পেয়েছি, এবং যা শিখেছি- অন্য কোন সংস্থা থেকে পাইনি। পাশাপাশি কীভাবে বাল্যবিবাহ রোধ করতে হয় সেই সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫