বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

টেকনাফে এক লক্ষ ইয়াবাসহ এক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:০২ অপরাহ্ন

টেকনাফে এক লক্ষ ইয়াবাসহ মো. সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে বিজিবি।

আটক সালাম এফডিএমএন ক্যাম্পের ওলা মিয়ার ছেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার জাদিমুড়া এলাকা সংলগ্ন বহমান নাফ নদী থেকে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ৩০০ গজ উত্তর-পূর্ব দিকে জাদিমুড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা রয়েছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে ভোরে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সন্দেহভাজন কিছু ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে সনাক্ত করা গেলে পরিকল্পনা অনুযায়ী তৎক্ষণাৎ বিজিবির নৌটহল গুলো অভিযান পরিচালনায় উদ্যত হয়। পরবর্তীতে, তাদের গতিবিধির বিষয়ে অধিকতর নিশ্চিত হয়ে, সন্দেহভাজন পাচারকারীরা সীমান্ত দিয়ে জাদিমুড়া এলাকার বিপরীতে নাফ নদীর জলসীমা অতিক্রম করার সময় মোতায়েনরত বিজিবি নৌ-টহল দলগুলো নদীতে তাদের ঘিরে ফেলে। এ সময়, মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে দ্রুত সাঁতার দিয়ে কৌশলে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা এক মাদককারবারীকে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সমর্থ হয়। অন্য কারবারিরা রাতের অন্ধকারের সুযোগে নাফ নদী সাঁতরে সীমান্ত পার হয়ে যায়।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫