টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পর্যায় কুইজ প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখাদ্য সংস্থা এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এর বাস্তবায়নাধীন স্কুল ফিডিং প্রোগ্রাম এর আওতায় সুষম খাদ্য নিশ্চিতকরণ, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং ডেঙ্গুজ্বর, পানিবাহিত ও ছোঁয়াচে রোগ থেকে বাঁচতে বিদ্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ে করনীয় যাবতীয় বিষয়াদি আলোচনা করা হয়।
এতে টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া বড়ুয়ার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান আরজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মো. আজহারুল ইসলাম, নয়ন চাকমা, কোডেক এর প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সহ প্রমুখ।
এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে উপজেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের
সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
এবিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মনিরুজ্জামান আরজু বলেন, স্কুল ফিডিং প্রকল্পের মাধ্যমে উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে কোডেক এবং ডব্লিউএফপি এর অবদান অসমান্য। তিনি এ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, প্রতি বছর কোডেক ডব্লিউএফপি এর স্কুল ফিডিং প্রকল্পের আওতায় উপজেলার ৭২টি বিদ্যালয়ের ১৭,১৮৩ জন শিক্ষার্থীকে ১ প্যাকেট করে উচ্চ পুষ্টি সমৃদ্ধ বিস্কুট সরবারাহ করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |