টেকনাফে নজির আহমদ (৬২) নামে এক বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাত করে জখম করেছে তার নিজের মাদকাসক্ত সন্তান মোহাম্মদ ফারুক (৩০)। এসময় পিতাকে রক্ষা করতে এগিয়ে আসলে আরেক ছেলে মোহাম্মদ সালমানকেও ছুরিকাঘাত করা হয়। গতকাল সোমবার বিকাল তিনটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত নজির আহমদ (৬২) ও ছেলে সালমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত নজির আহমদের ছেলে মোহাম্মদ রফিক জানান, আমার ছোট ভাই মোহাম্মদ ফারুক (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে পরিবারের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করেও ভালো করা যায়নি। বিভিন্ন সময়ে ইয়াবা সেবনের জন্য টাকার দরকার হলে বাড়িতে বাবা ও মায়ের কাছে টাকা খুঁজতো। টাকা না দিলে ঘরে দরজা, আসবাবপত্র ভেঙে ফেলতো। সোমবার বিকালে বাবার কাছে পাঁচশত টাকা চাইলে, বাবা তাকে ইয়াবা সেবন বন্ধ না করলে টাকা দেবে বলে জানায়। এতে সে বাবার উপর ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে বাবাকে ধারালো ছুরি নিয়ে আঘাত করে। এসময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমার আরেক ছোটভাই সালমানকেও ছুরিকাঘাত করা করা হয়। পরে আমরা বাবা ও ছোটভাইকে হাসপাতালে নিয়ে যায়।
সাবরাং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, আমার ওয়ার্ডের মিস্ত্রি পাড়া এলাকার মোহাম্মদ ফারুক তার বাবাকে ছুরিকাঘাত করেছে বলে তাদের পরিবার থেকে আমাকে জানিয়েছে। ফারুক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করে আসছে। ইয়াবার টাকার জন্য সে বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করেছে।
এদিকে মাদাকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা ও অপর ছেলে সালমান আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন নজির আহমদের বড় ছেলে আরিফ উল্লাহ। এতে মোহাম্মদ ফারুককে আসামী করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর কালেরকন্ঠকে বলেন, শাহপরীর দ্বীপে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করেছে এ ধরনের একটা খবর শুনেছি। আহত নজির আহমদের বড় ছেলে থানায় অভিযোগ করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।
সুত্র: কালের কণ্ঠ
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |