টেকনাফ-চট্টগ্রামগামী বাস থেকে ইয়াবাসহ বাসের চালক ও সহকারীকে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ার খুইল্যা মিয়ার ছেলে যথাক্রমে আরাফাত হোসেন(২২) ও আনোয়ার হোসেন (২০)। তারা সম্পর্কে পরস্পর আপন সহোদর।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে চট্টগ্রামগামী ‘শাওন এন্টারপ্রাইজ’ নামে একটি সিভিল বাসকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। ওই সময় বাসের ইঞ্জিন কভারের নীচে কালো ট্যাপ দ্বারা প্যাঁচানো একটি পোটলা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধারণা করা হয়, এভাবে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মাদক পাচার করে আসছে।
আটককৃতদের বরাতে তিনি আরও বলেন, টেকনাফ থেকে ইয়াবা ক্রয় করে চট্টগ্রামে অধিক লাভে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলো।
উদ্ধারকৃত ইয়াবাসহ ওই দুই আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |