টেকনাফের হ্নীলা, মৌলভীবাজারের উত্তর রোজারঘোনা এলাকায় আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাহমত করিমের আকদ অনুষ্ঠানের আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় ভুক্তভোগী ছৈয়দ করিম।
সূত্রে জানা যায়, আজ জুমার নামাজের পর স্থানীয় বাসিন্দা রাহমত করিমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় আতশবাজি জ্বালিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে আগত অতিথিরা। কিন্তু দুর্ভাগ্যবশত আতশবাজি বসতবাড়িতে পড়ে আগুনের সূত্রপাত হয়। এতে স্থানীয় বাসিন্দা আব্দুস শুক্কুরের পুত্র ছৈয়দ করিম, শাহ আলমের পুত্র আকতার হোসেন ও মৃত আমির হোসেনের পুত্র আব্দুস শুক্কুরের বাড়িসহ তিনটি বাড়ি পুড়ে ছাঁই হয়েছে।
ভুক্তভোগী ছৈয়দ করিম প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশি হতে পারে বলে জানায়।
স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ বলেন, আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত বলে জেনেছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ধরণের আতশবাজি বন্ধ করা জরুরী। অন্যথায়, সময়ে অসময়ে এই ধরণের দুর্ঘটনা সৃষ্টি হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |