সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ জয়নাল নামে স্থানীয় এক সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ সদস্যরা। আটক জয়নাল হোসেন (২১) উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার রুস্তম আলীর পুত্র।
সোমবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার হ্নীলা ইউপির আলীখালিস্থ ২৫নং শরণার্থী শিবির থেকে তাকে আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে আর্মড পুলিশের একটি বিশেষ অভিযানিক দল আলীখালি ২৫নং শরণার্থী শিবিরের ডি/৩ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও ১২’শ পিস ইয়াবাসহ স্থানীয় সন্ত্রাসী জয়নালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রোহিঙ্গা সন্ত্রাসী মাহমুদ নুর (২৪) এর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি এলজি ও আরো ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক বলেন, আটক জয়নাল স্থানীয় ডাকাত বুলু গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |