অবৈধভাবে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বঙ্গোপসাগর হয়ে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বাহারছড়া আসার পথে ১৪ রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
সূত্রে জানা যায়, সোমবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াই টার দিকে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি চৌকস টহল দল শামলাপুর ঢালারমুখ এলাকায় আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ ডিউটি চলাকালীন তিনটি সিএনজি করে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন বয়সী ১৪ জন রোহিঙ্গা পুরুষ বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে অনুপ্রবেশ করা কালে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের ২৩ নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি’র নিকট নিয়ে গেলে সিআইসি পুলক চক্রবর্তী এবং সহকারী সিআইসি কামরুল ইসলাম তাদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের সিআইসিদের সাথে কথা বলে উপযুক্ত ডকুমেন্টস প্রদর্শন করে তাদেরকে আগত ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
মাঝি আসার পূর্ব পর্যন্ত তাদেরকে বাহারছড়া তদন্ত কেন্দ্রে রাখার জন্য অনুরোধ করেন। তারা বর্তমানে তদন্ত কেন্দ্রে অবস্থান করেছে বলে নিশ্চিত করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |