টেকনাফের হ্নীলা দমদমিয়া থেকে একাধিক মামলার পলাতক আসামি ও অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ সদস্যরা। আটক আব্দুল্লাহ ও আইয়াস রুবেল উপজেলার হ্নীলার নুর আলমের পুত্র।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, আটককৃতরা স্থানীয় সন্ত্রাসী ও অপহরণকারী গ্রুপের সক্রিয় সদস্য।খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল দমদমিয়া নুর আলমের বসত ঘরে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সক্রিয় স্থানীয় সদস্য দুই সহোদরকে আটক করতে সক্ষম হয়।জিজ্ঞাসাবাদে ধৃতরা স্থানীয় এবং রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদের হাতে তুলে দেয়ার কথা অকপটে স্বীকার করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |