সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ শিশুটির জন্ম হয়।
জানা যায়, সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের জহির হোসেনের স্ত্রী ছকিনা বেগমের প্রসব যন্ত্রণা শুরু হলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবশেষে গত সোমবার রাত ৮টার দিকে জহির-ছকিনা দম্পতির কোল আলোকিত করে পৃথিবীর আলো দেখেন এক শিশু। কিন্তু দুর্ভাগ্য শিশুটি অস্বাভাবিক হয়ে জন্ম নেয়।
এইদিকে এই অদ্ভুত শিশুর জন্মের সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ভিড় করে। শিশুটি জন্মের ৫/১০ মিনিট পর মারা যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, সোমবার রাতে এই নবজাতকের জন্ম হয়। নবজাতক শিশুটি মারা গেলেও প্রসূতি মা সুস্থ রয়েছেন।
তিনি আরও বলেন, অন্তঃসত্ত্বা অনেকের নির্দিষ্ট সময়ের আগেই সন্তান প্রসব হয়। এই ধরণের জন্ম নেওয়া শিশুকে ‘প্রিম্যাচিউর বেইবি’ বলা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |