টেকনাফে অতিরিক্ত মদপানে মিলন নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে জেলেপাড়ার মিলন জলদাস মদপান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। মিলন জলদাস হ্নীলা জেলে পাড়ার সুধীর জলদাসের পুত্র।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অতিরিক্ত মদ্যপানে মিলন জলদাসের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |