টেকনাফে আজ এনজিও সংস্থা অগ্রযাত্রার আয়োজনে ‘টিডিএইচ’ এর সহযোগিতায় অগ্রযাত্রা প্রকল্প ব্যবস্হাপক মো. আবু ওসমানের সঞ্চালনায় টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে ‘প্রকল্পের কার্যক্রম শেয়ারিং সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা নীলিমা আক্তার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র, উপেজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, শিশু সুরক্ষা অফিসার শাহরিয়ার কবির, টেকনাফ মডেল থানার এএসআই হলাইমা থিন মারমা, টেকনাফ উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা তথ্যসেবা অফিসার তাসলিমা খাতুন সহ প্রমুখ।
এসময় অগ্রযাত্রা এনজিও’র যাত্রা এবং প্রাপ্তি সম্পর্কে আলোচনা করেন অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা নীলিমা আক্তার চৌধুরী। এরপর অগ্রযাত্রার শিশু সুরক্ষা প্রকল্পের চলমান কার্যক্রমসমূহ তুলে ধরেন অগ্রযাত্রার প্রোগ্রাম ম্যানেজার আবু ওসমান। পাশাপাশি শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে করণীয় বিষয় সম্পর্কে আগত অতিথিগণ মূল্যবান মতামত প্রদান করেন।
এছাড়া ওই সময় অগ্রযাত্রার পক্ষ থেকে সরকারিভাবে পরিচালিত শিশু সুরক্ষা সেন্টারের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিশু সুরক্ষা অফিসারের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী শিশুদের সুরক্ষা বিষয়ে দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সরকারি প্রতিনিধিদের সাথে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |