মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

টেকনাফের সাবরাং-য়ে মালিকবিহীন সাড়ে ১১কোটি টাকার মাদক উদ্ধার!

রূপান্তর ডেস্ক
আপডেট শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১:৩১ অপরাহ্ন

সীমান্ত উপজেলা টেকনাফে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১১ কোটি টাকা মূল্যের ২ কেজি ১’শ ৪১ গ্রাম (ক্রিস্টাল মেথ) আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। ৩ সেপ্টেম্বর (শনিবার) ভোর রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে পরিত্যক্ত একটি কাঠের নৌকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শনিবার ভোর রাতে মিয়ানমার থেকে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে টেকনাফ-২ বিজিবির শাহপরীরদ্বীপ বিওপি’র সদস্যরা অভিযানে যায়। এসময় শাহপরীর দ্বীপ বিওপির বিআরএম-৪ থেকে আনুমানিক ১৫০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকায় একটি সন্দেহজনক পরিত্যক্ত কাঠের নৌকায় তল্লাশী চালায়। নৌকার পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে লুকানো একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেন। উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ১৪১ গ্রাম (ক্রিস্টাল মেথ) আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরপর ওই এলাকায় টহল পরিচালনা করা হলেও কোন পাচারকারী এবং সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধারকৃত মালিকবিহীন (ক্রিস্টাল মেথ) আইস এবং ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫