টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া থেকে ইয়াবা সহ মাহমুদুর রহমান মাহাবু প্রকাশ মোহাম্মদ (২০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক মাহাবু স্থানীয় আব্দুল হকের পুত্র।
শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের সাদেক খলিলের বেকারীর সামনে থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিশেষ জোনের একটি টিম শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়া বাজারস্থ সাদেক খলিল বেকারীর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক যুবককে আটক করতে সক্ষম হয়। ধৃতের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ইয়াবা পাওয়া যায়। তিনি আরো জানান, আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |