রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ
Logo সুপারি বাগানের টয়লেটে লুকানো ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক Logo ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, কীভাবে ঠিক করবেন? Logo পেকুয়ায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু Logo চকরিয়ায় সুপারি চুরির অপবাদে গ্রাম্য সালিশ বিচারে প্রকাশ্যে মারধর, অপমানে কিশোরের আত্মহত্যা! Logo টেকনাফে ২৮ লিটার চোলাই মদ নিয়ে অটোরিকশা চালক আটক Logo যে কারণে নভেম্বরে সেন্টমার্টিন যাচ্ছে না জাহাজ Logo নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি’র নায়েক আক্তার হোসেনের মৃত্যু Logo টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo টেকনাফের শামসুল আলম হত্যা: ১১ বছরেও শেষ হয়নি বিচারকার্য Logo নভেম্বরে সেন্টমার্টিন যাত্রা হচ্ছে না

টেকনাফের শামসুল আলম হত্যা: ১১ বছরেও শেষ হয়নি বিচারকার্য

অনলাইন ডেস্ক
আপডেট শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও সাহিত্যিক মো. শামসুল আলম হত্যার ১১ বছর পূর্ণ হয়েছে আজ শুক্রবার । ২০১৪ সালের এই দিনে নিজ গ্রামে প্রকাশ্যে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল। হত্যার ১১ বছরেও শেষ হয়নি এর বিচারকার্য। বরং জামিনে থাকা অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরছে। এমনকি মামলার বাদি নিহতের স্ত্রী স্কুল শিক্ষক দিলসাদ বেগমকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে।

নিহত শামসুল আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত ফজল করিমের ছেলে। তিনি টেকনাফ কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তার লেখা একটি উপন্যাসও রয়েছে।

মামলার নথিপত্র ও বাদি দিলসাদ বেগমের দেয়া তথ্য বলছে, ২০১৪ সালের ৩১ অক্টোবর শুক্রবার বিকালে প্রকাশ্যে শামসুল আলমের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁর অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু পথেই গাড়িতে থাকা অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২০১৪ সালের ২ নভেম্বর নিহতের স্ত্রী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পরের বছর পুলিশ ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। যেখানে ৩ জনকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়। মামলাটি বর্তমানে অতিরিক্ত সিনিয়র জজ আদালত-২ এ বিচারাধীন রয়েছে।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবদুর রশিদ জানান, ‘অধ্যাপক শামসুল আলম হত্যা মামলার প্রায় সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর বাইরে আরও একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আদালতের কাছে রাষ্ট্রপক্ষ আবেদন করলে তার বিরুদ্ধে হাইকোর্টে আপীল করছে আসামি পক্ষ। ফলে সাক্ষ্য নেয়া যাচ্ছে না। আগামি নির্ধারিত ‍দিন হাইকোর্ট নিদের্শনা না আসলে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ মামলার এজাহারে অভিযুক্ত ৬ নম্বর মৃত তমিজুর রহমানের পুত্র শাহাব উদ্দিন, শাহাব উদ্দিনের ২ ছেলে আলা উদ্দিন ও রিয়াজ উদ্দিনকে অব্যাহতি প্রদান করা হলে ৩২ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত আসামীর কেউ বর্তমানে কারাগারে নেই। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে মামলাটি দ্রুত শেষ করার চেষ্টায় আছি। আশা করছি, একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।’

মামলার বাদি দিলসাদ জানান, ‘জামিনে মুক্তি পাওয়া মো. হাসান ইতোমধ্যে মারা গেছেন। ঘটনার ১১ বছরে বিচার বিলম্বিত হওয়ায় সাক্ষীসহ তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত আসামিরা এক সময় আওয়ামী লীগের পরিচয়ে দাপট দেখাতেন। এখন তারা অন্য রাজনৈতিক পরিচয়ে দাপট দেখাচ্ছে।’

টেকনাফ কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল জানান, ‘একজন শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ১১ বছরেও এ মামলা নিষ্পত্তি না হওয়া দুঃখজনক। একজন সহকর্মী শিক্ষক হিসেবে রাষ্ট্রকে বিচার নিশ্চিত করার আবেদন জানাচ্ছি।’

টেকনাফ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সিরাজুল হক সিরাজ জানান, ‘শিক্ষাবিদ শামসুল আলমের বিচার এখন টেকনাফের সকল শ্রেণী পেশার মানুষের দাবি। সবাই অপেক্ষা করছেন এর ন্যায় বিচারের। ১১ বছর ধরে এই বিচার শেষ না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। এটা দ্রুত সমাধান চাই সকলেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫