টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর বাজারে ইজিবাইক-সিএনজি সংগঠনের সাধারণ সম্পাদকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে মাদক কারবারিরা।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৭টায় শামলাপুর বাজারে থেকে লাইনম্যানের দায়িত্ব পালনের সময় এই ঘটনা ঘটে।
জানা যায়, আহত মৃত লাল মিয়ার পুত্র মুফিজ (৩৫) জানান, মাদক ব্যবসায়ী রিদওয়ান সিএনজি চালকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এর আগে তিনি মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয় দুই বার। সিএনজি সংগঠনের সিদ্ধান্তক্রমে আজ সকাল ৭ ঘটিকার সময় রিদওয়ানকে কক্সবাজার যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি না দিলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মুফিজকে।
প্রত্যক্ষদর্শী আবু তাহের, মনছুর, আইয়ুব আলীসহ অন্যরা বলেন, রিদওয়ান (২৬) , কাউসার (২৪), ইলিয়াস (২০) পিতা আবদুল আলী(৫৫)সহ আরও কয়েকজন অতর্কিত অবস্থায় মুফিজের উপর হামলা করে। রক্তাক্ত অবস্থায় সংগঠনের সাধারণ সম্পাদক মুফিজকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নিয়ে যাওয়ার সময় উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মনখালীর বটতলি বাজারের পশ্চিমে মেরিন ড্রাইভ সড়কের উপর সিএনজি গতিরোধ করে পুনরায় হামলা করে। এসময় হামলায় আহত হয় বাহারছড়া সিএনজি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, লাইনম্যানসহ সিএনজির চালক।
বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বিষয়টি অবগত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
সংগঠনের সভাপতি আইয়ুব আলী জানান, ঘটনার বিস্তারিত জেনে সঠিক সিদ্ধান্ত দেওয়ার কথা বললে এক পর্যায়ে আইয়ুব আলীকে ক্ষিপ্ত হয়ে রিদওয়ান, কাউসার, ইলিয়াস লাথি, ঘুষি মেরে নীলা পোলা জখম করে।
ইয়াবা কারবারির এমন দাপটে অতিষ্ঠ বাহারছড়ার জনজীবন ঝুঁকিপূর্ণ জনজীবন স্বাভাবিক ও আত্তরক্ষার্তে উখিয়া থানা,ও টেকনাফ থানায় সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুফিজ বাদি হয়ে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |