বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo বাঁকখালী নদী তীরের ৭০ একর জমি উদ্ধার Logo রামুতে ই’য়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ নারী আটক Logo কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবাসহ যুবদল-কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেফতার Logo টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাসহ দুষ্কৃতকারী আটক Logo টেকনাফে ডাকাতের পাহাড়ি আস্তানায় নৌ-বাহিনীর অভিযান, আ গ্নে য়া স্ত্র ও গোলাবারুদ উদ্ধার Logo ফের সাগরে মাছ শিকারের সময় ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি Logo টেকনাফে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ আটক ১ Logo ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সোমবার থেকে কার্যকর Logo কক্সবাজার শহরে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ Logo চট্টগ্রামে সম্প্রীতি জোরদারে টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেন্ডলি টুর্ণামেন্টের আয়োজন

টেকনাফের অপহরণ বন্ধে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

রূপান্তর ডেস্ক
আপডেট রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
Oplus_131072

টেকনাফে ধারাবাহিক অপহরণের ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছে। এমন পরিস্থিতিতে টেকনাফের পাহাড়ে সেনা বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় টেকনাফের সন্তান কবি ও সাংবাদিক নুপা আলমের ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। যেখানে বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদসহ অনেকে একাত্মতা পোষণ করে তাঁর পাশে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে সূচনা বক্তব্যে নুপা আলম বলেন, গত কয়েক বছর ধরে টেকনাফে পাহাড় কেন্দ্রিক স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি সাধারণ স্থানীয় মানুষ ও রোহিঙ্গাদের অপহরণ করে পাহাড়ে জিম্মি করে আসছে। নির্মম নির্যাতন পরবর্তী মুক্তিপণ আদায়, অন্যথায় হত্যার ঘটনা সংঘটিত হচ্ছে। শুধু গেল বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯২ জন অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে অধিকাংশ মুক্তিপণে ফিরে এসেছে।
পাহাড়ঘেঁষা হওয়ায় টেকনাফের বাহারছড়া, হোয়াইক্যং, হ্নীলা এবং পৌরসভার (আংশিক) সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এদিকে গত এক সপ্তাহে অপহরণ হয়েছে ৩০ জন। যার মধ্যে দুইজন এখনো অস্ত্রধারীদের কাছে জিম্মি রয়েছে। টেকনাফের সাধারণ মানুষ উদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান প্রত্যাশা করেন।

কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, টেকনাফের ব্যবসায়ী এইচএম ওসমান গণি, চাকরিজীবী হাসান আলী, সাংবাদিক আহসান কুতুবি, সাজন বড়ুয়া, মুহিব উল্লাহ মুহিব, ইব্রাহিম, মোহাম্মদ রাসেল প্রমুখ।

কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় টেকনাফের বাসিন্দা অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরীসহ অবস্থান কর্মসূচীতে থাকা সকলে উপস্থিত ছিলেন। স্মারকলিপিটি গ্রহণ করে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমদ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমদ বলেন, টেকনাফের অপহরণের বিষয়ে অবগত রয়েছি। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখলেও রোধ করা যাচ্ছেনা। স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

প্রসঙ্গত বিভিন্ন তথ্য বলছে, টেকনাফের দূর্গম পাহাড় ঘিরে কয়েকটি স্বশস্ত্র গোষ্ঠী রয়েছে। তাদের সংখ্যা ৩০০/৪০০ এর মতো। স্থানীয় কতিপয় দুষ্কৃতকারীর আশ্রয়-প্রশ্রয়ে পাহাড়ে বিশেষ আস্তানা তৈরি করে চলছে নানা অপরাধ। বিগত সরকারের সময় ওই চক্রের সঙ্গে কতিপয় প্রভাবশালীর সখ্যতার অভিযোগ ছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে এসেও তা বন্ধ না হওয়ায় সাধারণের উদ্বেগ-উৎকন্ঠা বেড়েছে বহুগুণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫