১৭ অক্টোবর, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারণা শুরু করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করলেন কক্সবাজার জেলা পরিষদের বর্তমান সদস্য ও আগামীর সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শফিক মিয়া।
শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বাহারছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ বাহারছড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে সদস্যপ্রার্থী আলহাজ্ব শফিক মিয়া বলেন, “এবারও আমি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্যপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন আমার খুবই প্রয়োজন। আপনাদের আন্তরিক সমর্থন পেলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশা করছি। পাশাপাশি নির্বাচিত হলে অতীতের ন্যায় সকলের সঙ্গে সমন্বয় করে কক্সবাজার জেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো”।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন সততার সঙ্গে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। বর্তমানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।
উল্লেখ্য, ১৭ অক্টোবর ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |