টেকনাফে কারবারিদের ফেলে যাওয়া জালের ভিতর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মালিকবিহীন এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আশিকুর রহমান।
তিনি বলেন, সম্প্রতি বিজিবির হাতে আটক দুই কারবারির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ ইয়াবা উদ্ধারে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। ওই সময় জাল নিয়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে থামানোর সংকেত দেয় বিজিবি সদস্যরা। কিন্তু বিজিবির উপস্থিতি টের ওই দুই ব্যক্তি
জাল ফেলে দ্রুত ঘন জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া জালের ভিতরে লুকানো দুইটি প্লাস্টিকের প্যাকেট থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সংঘবদ্ধ ওই চক্রটি দীর্ঘদিন ধরে মাছ ধরার ছলে ইয়াবা ও রোহিঙ্গা পাচার করে আসছে। এছাড়া ওই চক্রটি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে প্রায় সময় বিজিবি সম্পর্কে মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়ে বিষোদগার করে জনসাধারণের মধ্যে ভুল ধারণা ছড়ানোর প্রচেষ্টা করে
থাকে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |