টেকনাফ পৌরসভার সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র ও জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টেকনাফ পৌর শাখা।
বিবৃতিতে সংগঠনটি জানায়-
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্তৃক সাবেক পৌর মেয়র ও জামায়াত নেতা ইসমাইলের বসতঘরে অনধিকার প্রবেশ করে কোন কারণ ছাড়া গ্রেফতারের ব্যর্থ চেষ্টা করা হয়। পরে জনরোষের শিকার হয়ে তাঁকে গ্রেফতার করতে না পেরে মিথ্যা মামলায় আসামী করবে মর্মে হুমকি দেয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ পৌর শাখা এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ পৌর শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহমুদ ফাহিম বলেন, ”সমাজের একজন পরিচ্ছন্ন নাগরিক, আদর্শিক সংগঠনের সক্রিয় কর্মী, সাবেক পৌর মেয়র ও আগামী পৌর নির্বাচনের একজন প্রভাবশালী মেয়রপ্রার্থীর বিরুদ্ধে এহেন জঘন্য মিথ্যাচার ও ষড়যন্ত্রের ঘটনা কীভাবে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত বাহিনীর দ্বারা সম্ভব- ভাবতেও গাঁ শিহরে ওঠে। এমন জঘন্য অপচেষ্টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সকল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। অতি দ্রুত এহেন জঘন্য ঘটনার বিভাগীয় তদন্ত প্রত্যাশা করছি। পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন করে জনসম্মুখে প্রচারের জোর দাবি জানায়। এছাড়া ওই ঘটনায় জড়িত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করি।”
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |