রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
Logo চট্টগ্রামে সম্প্রীতি জোরদারে টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেন্ডলি টুর্ণামেন্টের আয়োজন Logo অবশেষে উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার Logo মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ ২ ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার Logo চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo মাতামুহুরী নদীতে ডুবে কিশোরীর মৃত্যু, অপর ২ বোনকে জীবিত উদ্ধার Logo খাদ্যসামগ্রী ও বস্ত্র পাচারকালে আটক পাচারকারী ৭ Logo সাগরপাড়ে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে উখিয়ার জালিয়াপালং ইউপির দুই শিক্ষার্থী Logo রামু থেকে ৯৫ হাজার ইয়াবাসহ আটক ২ Logo আরও ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা Logo রোহিঙ্গা অপহরণকারীর হাত থেকে কিশোরী উদ্ধার

ছিন্নপত্র প্রকাশন থেকে ❝বইমেলা (২০২৫)❞ প্রকাশিত হয়েছে ইসহাক তুহিনের নতুন উপন্যাস ‘মাথিন ধীরাজের আখ্যান’

রূপান্তর ডেস্ক
আপডেট মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:১২ অপরাহ্ন
Oplus_16908288

ইসহাক তুহিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ১৯৯৪ সালের ৬ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাউন্টিংয়ে অনার্স-মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। লেখালেখির হাতেখড়ি ছোটবেলায়। মূলত গল্প লিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ‘সমর্পণের রাত’ তাঁর প্রথম গল্পগ্রন্থ।

এইবারে ছিন্নপত্র প্রকাশন থেকে ❝বইমেলা (২০২৫)❞ প্রকাশিত হয়েছে ইসহাক তুহিনের নতুন উপন্যাস ‘মাথিন ধীরাজের আখ্যান’ – স্টল নং— ৫৯৩ ।

 

উপন্যাসটির ২য় অধ্যায়ের খানিকটা অংশ পড়ার জন্য দেয়া হলো……….

বিকেলে কোতোয়ালিতে যেতেই দেখেন, হই হই ব্যাপার। প্রকাণ্ড হলঘরে আর তিল ধারণের স্থান রইল না। ছোট-বড় পুলিশ অফিসাররা একে একে এসে পড়লেন। সাহেব-মেমের সংখ্যাই বেশি। জেলার বড় সাহেব (এসপি) মিস্টার মরিস বদলি হয়ে যাচ্ছেন। তাঁর জায়গায় এসেছেন জিআরপি’র পুলিশ সুপারিন্টেডেন্ট মিস্টার মুলান্ড।

যথারীতি বিদায় সম্ভাষণের পালা শেষ হলো। অফিসার-ইন-চার্জ চাঁদ মিঞা সবার সঙ্গে ধীরাজের পরিচয় করিয়ে দিলেন। তারপর অনুরোধ করলেন একটা গানের। দুরুদুরু বুকে টেবিলের ওপর রাখা হারমোনিয়ামের কাছে গিয়ে দাঁড়ালেন ধীরাজ। শুরু করলেন কাজী দার গান:

‘কে বিদেশী, মন উদাসী বাঁশের বাঁশী বাজাও বনে।’

সাহেব-মেম সব উচ্ছ্বসিত হয়ে হাততালি দিচ্ছিলেন। শুধুমাত্র একটি লোক গম্ভীর মুখে চায়ের কাপ হাতে নিয়ে বসে রইলেন। তাঁর নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি শুধু ধীরাজের ওপর। উনিই হলেন জিআরপি’র নবাগত পুলিশ সুপার মিস্টার মুলান্ড।

পার্টি শেষ হলো। সবারই মুখে ধন্য ধন্য। ধীরাজ কিন্তু মোটেই শান্তি পেলেন না। সব প্রশংসা কোলাহলের মাঝে ওই নীল চোখ দুটি যেন তাঁকে নজরবন্দি করে রেখে দিল।

ফার্স্ট অফিসার হেম দা এক পাশে ঠেলে নিয়ে ফিসফিস করে বললেন, ‘ধীরাজ, তোমার গান মিসেস মুলান্ডের খুবই পছন্দ হয়েছে। তিনি তোমার সঙ্গে আলাপ করতে চান, এসো।’

মিসেস মুলান্ড অপূর্ব সুন্দরী। বয়স বিশ-বাইশ বলেই মনে হয়। ধীরাজ কাছে যেতেই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বললেন, ‘I never expected such a brilliant talent in the police force.’

হেসে মেমসাহেবকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে ধীরাজ দেখেন, হাঁড়িমুখো মুলান্ডের কোঠরে ঢোকা নীল চোখ দুটো যেন গিলতে চাইছে তাঁকে।

পরদিন সিনেমা দেখে ফিরছিলেন ধীরাজ। পথে কোনো ট্যাক্সি পেলেন না। অনন্যোপায় হয়ে হেঁটেই কোতোয়ালিতে যাবেন ঠিক করলেন। হঠাৎ একেবারে পিছনে শুনলেন মোটর গাড়ির হর্ন। চমকে পাশে সরে গিয়েই দেখেন, স্টিয়ারিঙে বসে আছেন মিসেস মুলান্ড। সিগারেটটা ঠোঁটে চেপেই মৃদুমধুর হেসে নিজেই দরজা খুলে দিয়ে বললেন, ‘Get in!’

উঠে পাশে বসলেন ধীরাজ। এবার তাঁর বিস্ময়কে চরমে পৌঁছে দিয়ে পরিষ্কার বাংলায় বললেন, ‘কোথায় যাবে? কোতোয়ালিতে? চলো তোমাকে পৌঁছে দিচ্ছি, আমি ওদিক দিয়েই যাব।’

ধীরাজের ভাবতেই কষ্ট হচ্ছে, তিনি সত্যি সত্যি সুন্দরী মিসেস মুলান্ডের পাশে বসে আছেন। কোতোয়ালিতে পৌঁছে গাড়ির স্টার্ট বন্ধ করে দিলেন মিসেস মুলান্ড। তারপর সিগারেট কেসটা বের করে একটা ধরালেন। ধীরাজ তো অবাক। তাঁর হতভম্ব ভাব দেখে মিসেস মুলান্ড তো হেসেই খুন। কেসটা ধীরাজের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ‘Don’t you smoke?’

আর আপত্তি চলে না। কেসটা হাতে নিয়ে একটা সিগারেট ধরালেন ধীরাজ। তারপর ভাবলেন, কী বলি, একটা কিছু বলা তো দরকার! একটু ইতস্তত করে বললেন, ‘It’s a nice case.’

মেমসাহেব খিল খিল করে হেসে উঠে বললেন, ‘Keep it, every time you light a cigarette you will think of me. Yes?’ আবার সেই দুষ্টুমিভরা হাসি।

ধীরাজ মনে মনে ভাবলেন, ‘তোমায় আমি জীবনেও ভুলব না মেমসাহেব।’ মুখে শুধু বললেন, ‘থ্যাংকস।’ তারপর নিজেই দরজা খুলে নেমে পড়লেন।

মেমসাহেব চলে যাওয়ার পর ধীরাজ অজস্র প্রশ্নবাণে জর্জরিত হয়ে উঠলেন – কোথায় দেখা হলো? কী বললেন মেমসাহেব? এতক্ষণ গাড়িতে বসে কী কথা হচ্ছিল ইত্যাদি ইত্যাদি।

হেম দা গম্ভীর হয়ে গেলেন। ধীরাজকে একপাশে টেনে এনে বললেন, ‘ব্যাপারটায় খুব উৎফুল্ল হবার কিছু নেই। মুলান্ড সাহেব অত্যন্ত বদরাগী লোক, আর তাঁর ওই সুন্দরী স্ত্রীকে নিয়ে অনেকরকম স্ক্যান্ডাল ও কানাঘুষা শোনা গিয়েছে। কাজেই এখন থেকে একটু সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ হবে।’ এ যেন ধীরাজের হরিষে বিষাদ, বেচারা ধীরাজ বেলুনের মতো চুপসে গেলেন।

যাঁরা বইটি পড়তে আগ্রহী, তাঁদের জন্য রকমারি থেকে সংগ্রহ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫