বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ; আমরণ অনশন শুরু

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা চাকরি পুনর্বহালের দাবিতে আজ সকাল থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রেখেছেন। একই সঙ্গে তারা আমরণ অনশন কর্মসূচিও শুরু করেছেন। ফলে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে তারা জীবিকা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অবরোধ ও অনশনে অংশ নেওয়া শিক্ষকেরা জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। তাই শেষ উপায় হিসেবে তারা সড়ক অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

তাদের হুঁশিয়ারি—অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে, নইলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে।

এদিকে সড়ক অবরোধের কারণে কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়ে। বিশেষ করে কোটবাজার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শিক্ষকরা ঘোষণা দিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও আমরণ অনশন চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫