চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অজ্ঞাত প্রবাসীর পরিচয় মিলেছে। দুবাইফেরত ওই প্রবাসীর নাম নুরুল আলম। সে কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির মৌলভী বাজার ২নং ওয়ার্ডের বাসিন্দা লোকমান হাকিমের পুত্র।
মুমূর্ষু নুরুল আলমের দূর সম্পর্কের ভাতিজা আলী কবির তার পরিচয় নিশ্চিত করে বলেন, আজ শনিবার (৭ ডিসেম্বর) দুবাই প্রবাসী ওই মুমূর্ষু রোগীর বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দায়িত্ব বুঝে নিবেন।
জানা যায়, গত ৫ বছর পূর্বে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হন। ২ বছর হাসপাতালে নিয়মিত যাতায়াত ছিল। কিন্তু ৩ বছর পূর্বে তার শারীরিক অবস্থার অবনতি হলে সংযুক্ত আরব আমিরাতের আযমানের খলিফা হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ আড়াই বছর একটানা হাসপাতালে থাকায় হাসপাতালের বিল মাত্রাতিরিক্ত হয়ে যায়। যার কারণে পরিবার তার দেখাশোনা বন্ধ করে দেয়। একপর্যায়ে হাসপাতাল কতৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে জরুরী প্রস্থানের ব্যবস্থা করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুবাইপ্রবাসী এক ব্যক্তি বলেন, নুরুল আলম শারজাহ তার ভাইয়ের গ্যারেজে কাজ করতেন। দীর্ঘদিন থাকার সুযোগে সেখানে তিনি বিয়ে করেন। বর্তমানে তিনি ৩ সন্তানের জনক।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |