প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলা হতে আগত ২০২১-২২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর!
প্রতিবারের ন্যায় এবারও চবিতে অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)— টেকনাফ থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা চলাকালীন পূর্ণাঙ্গ সাপোর্ট প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাচ্ছে। এই সাপোর্ট প্রোগ্রামে থাকবে পরীক্ষার কেন্দ্রে আসা-যাওয়ার জন্য ফ্রি বাস যাবতীয় সহযোগিতার ব্যবস্থা।
আমাদের এই আয়োজনে অন্তর্ভুক্তির জন্য নিচে সংযুক্ত Google Form টি-তে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা রেজিস্ট্রেশনের বাইরে কাউকে আমাদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবো না। কাজেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আগ্রহীদেরকে।
রেজিস্ট্রেশনের পদ্ধতিঃ
১. এই পোস্টে সংযুক্ত Google Form এর লিংক- এ প্রবেশ করে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
★★★ Google Form রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/QqJrx5UXxD9BgDTU7
২. যারা Google Form এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে অপারগ হবে, তারা রেজিস্ট্রেশন এর জন্য পোস্টারে/ নিম্নে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
মিনহাজুল ইসলাম– 01521-533072
রাজিয়া সুলতানা জিহান – 01516036971
★★★ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ই আগষ্ট , ২০২২।
★★★ বাস ছাড়ার স্থান ও সময়: ২ নম্বর গেইট শপিং কম্প্লেক্স, সকাল ৭টা ৩০মিনিট।
সাপোর্ট প্রোগ্রাম সম্বন্ধে যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারগুলোতে:
১. আব্দুর রহমান (01860-617621)
সভাপতি, চুসাট।
২. শাকিল খান (01822-972010)
সাধারণ সম্পাদক, চুসাট।
তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নির্বিঘ্ন হোক, সাফল্যের আলোয় রাঙা হোক। তোমাদের নিয়ে চুসাটের এ-ই প্রত্যাশা। দেখা হবে বিজয়ে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |