চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় পিকআপ ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত পিকআপ গাড়ির চালক মোঃ ওসমান গনি (২২) শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আগেরদিন বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত ওসমান গনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার বিকালে মহাসড়কের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রামমুখী একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পিকআপ গাড়ির চালক ওসমান গনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হসপিটালে নিয়ে যায়।
তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যার পরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরিবার সদস্যদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ গাড়ি চালক ওসমান গনি শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মারা গেছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও কার্ভাডভ্যান ঘটনাস্থল থেকে জব্দ করে হাইওয়ে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |