কক্সবাজারের টেকনাফের গহীন অরণ্যের পাহাড় থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার পাহাড় থেকে র্যাব-১৫ অপহৃতদের উদ্ধার করে।
উদ্ধারকৃতদের মধ্যে ১ জন বাংলাদেশি নাগরিক এবং ২১ জন রোহিঙ্গা রয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ শিশু রয়েছে।
র্যাব-১৫ জানায়, গত ২৬ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল হাতিয়ারঘোনা করাচিপাড়ার দুর্গম পাহাড়ে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ রুদ্ধশ্বাস অভিযানে মুক্তিপণ আদায় ও জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক ২২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, অভিযানের সময় পাচারকারী চক্রের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তবে ভিকটিমদের জবানবন্দি, র্যাবের গোয়েন্দা তথ্য এবং পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩২৬/৩৬৪(ক)/৩৪ ধারায় এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |